সুনসান ডোম ঘরে লাশটা পরে
শক্ত কাঠের উপর তোমায় রেখেছে শুইয়ে,
নরম বিছানা আর আমার হাতের স্পর্শ ছাড়া
যে তোমার কিছুতেই আসতো না নিদ
সেই তুমি চোখ বন্ধ করে কেমন করে মেঝেতে আছো ঘুমিয়ে?


শুনেছি একটু পরে ডোমার নাকি
কাটবে তোমার শরীর দেখবে ভেতর বাহির,
ভাবছি একা, যে দেহে কভু পড়েনি টোকা
আজ সেই সে দেহে চালাবে ছুরি
দেখবে তাতে কতোটা রয়েছে বিষ আর কতোটা আবির।


আমি নাকি তোমায় বিষ খাইয়ে
অবলা প্রাণীর মতো খুব সেজেছি ন্যাঁকা
জানে না, যার নিশ্বাস ছাড়া অচল দেহ ঘড়ি
তাঁরে ছাড়া পৃথিবীতে বাঁচা,
বলতো আমার, ভরা পৃথিবীটাও লাগবে কিনা শূন্য ফাঁকা?


রক্ত মাখা দেহ, বুকটা ফাড়া, কলিজাটা হাতে ডোমার
উফ্! কেমন করে থাকবো বলো সয়ে?
দোহাই তোদের অপরাধ নিলাম মেনে
আমার গলায় ঝুলিয়ে ফাঁসির দড়ি চালাও ছুরি
তবুও তাঁরে অক্ষত দাও ফিরিয়ে।
২৩/০৪/২০২২
চট্টগ্রাম।