.   দূর নির্জনে বসিয়া বিরহ আবহে
   তুমি গাঁথো আগামীর সুখো মাল্য,
  একাকী নিরালায় অমর খাঁটি প্রেম
  পারিবো কি দিতে তাহার-ই মূল্য!


তবুও নিশিত প্রভাতে একাকী জাগিয়া
  গোপনে ডাকো তুমি স্রষ্টা বিধাতায়,
     আমি যেনো শুধু থাকি ভালো
     আঁখি জলে এই কর কামনায়।


    ঘন মেঘে ছাহিয়া গেলে নীলাম্বর
   অজানা আশঙ্কায় উতলা হইয়া মন,
ভাবে বজ্রপাতে কাঁপিয়া চাতকি হৃদয়,
কাননে তোমার কখন লাগিলো অনল।


   আবার ফাগুনে বসিয়া দেখো স্বপন
   লাল শিমুলে তোমার ভরিবে কানন,
    শোভিত নয়নে দেখিলে মোর মুখ
  ভাবো ধনরত্নে তোমার ভরিবে ভুবন।


২২/০২/২০২১,
ফেনি ষ্টেশন।