ঐ দুর পাহাড়ের চুড়ো থেকে নীল সমুদ্র তল
আমি খুঁজেছি তোমার যৎসামান্য নিশানা,
আমি রাজপথের ভরা মিছিলের শ্লোগানে
খুঁজেছি তোমার কণ্ঠস্বর ভাসমান ঠিকানা।
স্বপ্নপুরীর সবকটা পদ্ম পুকুরের স্বচ্ছ জলে
খুঁজেছি তোমার অবয়ব অগনিত অষ্ট প্রহর,
ছোট্ট শহরের একশত আটত্রিশটা মোড়ে
তোমার খুঁজে ভিক্ষুকে বিলিয়েছি সহস্র মোহর।
ব্যানার ফ্যাস্টুনে টাঙিয়েছি তোমার ছবি
দেয়াল ছেপেছি লাল কালিতে নিখোঁজ সংবাদ
বাসে ট্রামে নৌযান কিংবা বোয়িং বিমানে
লাগিয়ে ক্যানভাসার বিজনে করেছি আবাদ।


তবু তোমায় পাইনি দেয়নি কেউ খানিক সন্ধান
শুনে শুধু শুষ্ক ঠোঁটে সব্বাই বলেছে আহা,
আর আমি তোমার শোকে হয়েছি কাতর
মৃতপাথরে বেঁধেছি হৃদয় জানি মিথ্যে ডাহা।
ক্লান্ত পথিকে চেয়েছি জানতে সবিনয়ে
কোথায় নিবাস কোথা পাবো কোন দিগন্তে।
শীতল সমীরণে ঠেকিয়ে শিঁড় মস্তক অবনত
করিনি সমর্পন আমার অপারগতা আপনান্তে।
তৃষ্ণার্ত হয়েও করিনি কামনা হঠাৎ বৃষ্টির
ধীর পায়ে হেঁটে খুঁজেছি শস্যক্ষেত প্রতি গৃহ,
ঘর্মাক্ত তনু বুলিয়েছে পরশ তুমি হীনা পবন
অতৃপ্তির ঢেকুর তুলেছে বন মধ্যে সুন্দরী মৃগ।
০৪/০১/২০২১