অন্তরীক্ষ তুমি
তাচ্ছিল্য কর এ মানবে!
হাসো, ধরিত্রীর বুকে আমায় নগন্য ভাবিয়া?
আমি কিন্তু মস্ত বড়
আমার পাহিবে সন্ধান
তোমার সুন্দর বেমানান সীমানা ছাড়িয়া।
পাষাণ তুমি নিষ্ঠুর তুমি
হৃদয় বলে কিছু নাই,
জলন্ত মরুভূমি বসুন্ধরা দাহে
শুষ্ক কাষ্ঠই দিতে পার তাতে,
অশ্রু ঝরাতে পার না।
আর মানব প্রেমিক আমি
প্রিয়তমার দুঃখ কষ্টে হই অংশীদার,
দুঃখটাকে করতে বরণ
হই তাহার রাজ প্রসাদ কিংবা জীর্ণ কুটিরস্থ দ্বার।


১৯৯৭/১৯৯৮
(সালটা ঠিক মনে নেই।)