কতো পাখি উড়িয়া যায় মেলিয়া দুই ডানা
ফিরে তীরে সন্ধ্যা নীড়ে হাসিয়া কৃষ্ণ মনা,
জানে পক্ষী অপেক্ষায় তার থাকে একজনা,
আমার কেবল কেহ নাই এই তুমি হীনা!


জলের উর্ধে ডাঙায় শীর্ষে বাঁচে কি মৎস্য?
কাগুজে ফুল পুড়িয়া যায় আলোকে উৎস,
ছাড়াইয়া ছাল যদি সাজাও হইবে বিভৎস,
কাঁড়িয়া সুখ চাও কি তুমি মুখ মোর স্ব-হাস্য?


০৬/০২/২০২২
মিরসরাই, চট্টগ্রাম।