তোমার সব গুলো ছবি
যেদিন ছিঁড়ে দু-হাতে করেছিলাম টুকরো টুকরো,
আমার রক্ত সেদিন ঠোঁট ভেংচিয়ে বলেছিল,
"বৃদ্ধ বদ্ধ পাগল; স্মৃতি করে কেউ এমন পথের ধূলো!"
তোমার জন্যে ভালোবাসাটা নাকি আমার
স্রেফ কবেই গেছে উবে,
ভীমরতী ধরেছে বর্ষীয়ান মরিচীকাময় শুষ্ক বুকে।


জানে না উত্তাল লাল রক্ত,
শেষ বেলায় আমি চাই না রেখে যেতে  
তোমার কোন স্মৃতি ইট পাথরের দেয়ালে
চাই না বাসুক ভালো ফুলে ফুলে কেউ একবার বছরে
চাইনা তোমায় স্মরে;
দেখাবে কেউ কৃত্রিম ভালোবাসা,
আর আমি দেখবো বসে ঐ ওপারে!
তারচেয়ে ধূয়েমুছে সাফ হোক সব
ওপারেই থাকো তুমি কেবল আমার অন্তরে।


২৭/০৯/২০২২
চট্টগ্রাম।