.         তুমি আসবে বলে এ পথে
আমি কৃষ্ণচূড়া ফুলে বিছিয়ে রেখেছি চাদর,
       বেলি রজনীগন্ধায় করেছি বিছানা
রাস্তার ধারে সবুজ বৃক্ষে করেছি সহস্র তোরণ।
            সিন্ধু খুঁজে অনেক যত্নে
একটু একটু করে হাজারো রত্ন করেছি জমা,
           ধানের মাঠে সবুজে মেখে
তোমার নামে ভালোবাসা করে রেখেছি বীমা।
        মেঘেদের দেশে তোমার জন্যে
কিনেছি মস্ত বাগান শুভ্র সাদা ফুলেল নির্মল,
          পরীদের দেশে বৃষ্টিতে ভিজে
করেছি ক্যানভাস তুমি আসছো বলে অনর্গল।
            চাঁদের সাথে খুব একান্তে
এই জোছনার দিয়ে রেখেছিলাম সবটাই বুকিং,
         জোনাকির তর্কে করেছি সতর্ক
নির্বিঘ্ন রেখো আলাপন ভালবাসায় আমরা নবীন।


(কবিতায় কয়েকটি ইংরেজি শব্দের ব্যবহার রয়েছে, আশাকটি দৃষ্টিকটু লাগেনি।)
১৫/০৬/২০২১
ময়মনসিংহ।