ভাবছো বিশাল উঁচু ছড়ানো গাছ
কেমনে দাঁড়ায় শুষ্ক মাটির উপর?
কান্ডই সব, কোমর ছাড়া হয় খাড়া?
সত্যিটা তার মাটির নীচের শেকড়।


ভাবছো তোমার আছে যশ সু-খ্যাতি
গায়ের পোশাক ঘড়ি সেও তো দামী,
এসব তো বাহির ভায়া, ভেতরটা?
সেথায় আছে কিছু হীরে জহরত?


টাকা-কড়িতে মিলতো যদি সুখ?
তবে ধরায় সবাই হতো সুখী,
ভাবছো রাজপ্রাসাদেই মিলে তাকে
রাজা বাদশাই গড়ে সুখের মমি!


ভুল! মহা ভুল! স্বত্তর খোঁজ শেকড়
কোথায় পরে আত্মা রোজ নাও খবর,
তুলে এনে ধুয়ো শুদ্ধাচারে
সুখী তুমি হবেই তোমার ভেতর।


২৩/০৬/২০২২
বরিশাল।