.       আমি আঙুল কেটে লিখলাম যার নাম
       সে তো জানলো না হলো কার বদনাম!
আঁখি পটে যতোই ভাসুক সুখ স্বপ্ন কিছু অলিক
অধরাই থেকে যাবে জানবেনা কেউ সেই লিরিক।


.      আমি যার জন্যে দেই পাহারা পদ্মদিঘি
       সে তো বক্ষ চিতায় আরো ঢাললো ঘি!
পথে, আমি যে দাড়িয়ে থাকি ভুলে লোক লজ্জা
সেতো ভাবে পথিক সৃতিভ্রষ্ট স্থানচ্যুত অস্থিমজ্জা।


.      হেন কালে যখন খুঁজি কৃষ্ণ চুলে সুগন্ধ
       তার আঁখি দুই চাহনি লাগিয়ে দেয় দন্ধ,
ভুলি কর্ম বুঝিনা বর্ম মর্ম সবই বেঁধে হয় গলদঘর্ম,
বুঝি না ঢাল হিসেবটা তোলা থাক হলোই অধর্ম।
-৩০/০৫/২০২১.
চট্টগ্রাম।