তুমি ছাড়া একাকি আমি
একাকিত্ম শোনায় তার গর্জন,
তুমি ছাড়া ধূলিসাৎ সবি
মুছে হয় ম্লান ছিল যা অর্জন।


তোমার মুখের মিষ্টি হাসি
আর চোখের সেই চাহনি,
তুমি ছাড়া সব-ই ইতিহাস
রচিত হয় বিরহ কাহিনি।


তুমি ছাড়া তোমার সৃতি
আমায় করে স্বমূলে গ্রাস
তুমি ছাড়া বেঁচে থাকাই দূরহ
নিতে পারি না নিঃশ্বাস।


প্রতিটা দিন প্রতিটা মুহুর্ত
মনে হয় অন্তহীন লম্বা সফর
ক্ষণে ক্ষণে তোমার দেয়া সঙ্গ,
আমার মস্তিষ্কে কাঁটে আঁচর।


ভূলায় আমি বলে আছে কেউ
এই আমার-ই ভেতর,
তুমি ছাড়া শূন্য আমি
বিষে নীল বিরহে কাতর।
১৯/০৮/২০২১