-                    তুমি ফিরবে বলে
            তড়িঘড়ি সব সেরেছি কর্ম,
                    সান্ধ্য প্রদীপ জ্বেলে
            দাড়িয়েছি মেনে নিজ ধর্ম।
                      তৈরি বরন ডালা
         সাদা বেলীতে গেঁথেছি মালা,
              তুমি ভালোবাসো বলেই
          মিষ্টিতে ভরে রেখেছি থালা।
               উঠোনে পেতেছি আসন
               যদি বসে নাও নিঃশ্বাস,
                     তুমি খাবে বলেই
           কষিয়ে রেধেছি বুঁনো হাস।


                     তুমি ফিরবে বলে
সব্বাইকে দিয়ে রেখেছি কঠিন ত্বরা,
                    ঝি রাখবে খেয়াল
  অবেলায় দরজায় কে নাড়ে কড়া।
                মালিকে বলেছি আজ
      ফুটে যেনো বাগানের সব ফুল,
                  রাখালে বলেছি দুধ
    দিতে যেনো নাহয় ভূল একচুল।
                নায়েব গেছে বাজারে
  আনবে খাঁটি গুড় বানাবো পায়েস,
                 ঘরে দিয়েছি ধূপগন্ধী
   এসে যেনো পাও পবিত্র পরিবেশ।


          বিছানাটা রেখেছি পরিপাটি
          চেয়ার টেবিল সব ধুয়ামুছা,
                   সেলফের বই খাতা
        রেখেছি যত্নে শিল্পের গোছা।
                    জানি তো তোমার
                কিসে ফুটে মুখে হাসি,
                 তাও রেখেছি আনিয়ে
            অনেক খুঁজে বাঁশের বাঁশি।
                     শুধু তোমার জন্যে
        উপোস থেকে করেছি প্রার্থনা,
                 সুস্বাস্থ্যে আসো ফিরে
          এই করেছি দিনময় কামনা।


২৬/০১/২০২১
পুনে, ভারত।