তুমি গোপনে আছো গোপনই থেকো,
নেই ভয় তোমায় কেউ দেখবে নাকো।
বাঁধন ছাড়া বাঁশের আঁটি
দিয়ো বেড়া হৃদয় জুড়ে, এনো শক্ত খাঁটি।
যেই না দেখবে বড়ই ডাল বেলের কাটা
পেয়ে ভয় লেজ গুটিয়ে পালাবে সব, থাকবে কটা?
আমার ভাটিয়ালি গানে থাকবে তুমি
নানা কথা নানা ছল নানান অযুহাতে,
ধাঁধায় ডুবে পরবে সব বড়ই বিপদে
তুমি থাকবে সম্মুখেতে
সবাই জানবে তবু, আছে কেউ ঐ দুর তফাতে।
মাঝি আমি হবেই দেখা রোজ
সন্ধা কিংবা সাজ সকালে,
একা যদি পাই
বলো কথা হৃদয় দুয়ার খুলে।
দাঁড়িয়ে থেকো উঠো নায়
তরী খানা মোর তোমার চরে ভিড়ালে।


সবার সাথে মাঝনদীতে খেয়া পারাপারে
তুমি যখন থাকবে বসে
মুখ লুকিয়ো শাড়ির আচঁলে,
বুঝবে নাকো কার সিঁধিতে সিঁদুর
আর কার খোঁপায় রক্তকরবী
দেবো সবার চক্ষু আড়ালে।
নদীর জলে উঠলে ঢেউ
তুমি ইচ্ছে করে পরো একটু ঢলে,
অবলা নারী পরবে জলে
আহা! এই ছলে
ধরো হাত হাতটি বাড়ালে?
তাতে উঠুক ভ্রু নিন্দুকেরী নিজ কপালে।
আমাদের এই যে খেলা এই যে লুকোচুরি
তাতে নাইবা থাকলো বাহাদুরি,
তুমি কেবল একটু হেসো মুখটি টিপে,
ফেলো পলক সবার অলোকে।
২১/১১/২০২০