.             আমি মেলিয়া আঁখি দল
দেখি না তনয়া তব অভীপ্সীত ললিত হৃদয়,
          শুনি না প্রচ্ছন্নের সুকণ্ঠি স্বর
কাটিয়া গিয়াছে বহুকাল তুমি হওনি উদয়।


.           তুমি ফিরিবে বলিয়া যে পথে
ছাড়িয়া হস্ত দেখিয়া রথ বিশ্বস্ত গিয়াছো দূর,
           ভুলিতে ব্যথা কত কাল বল
হাঁকিয়া সুর রাখিবো নজর কাটাইবো ভোর!


.          তুমি হীন মেঘে দিয়াছি চিঠি
করিয়া গোপন অশ্রুজল লিখিয়াছি সকল,
          দেখিলে দেহ আসিয়ো শ্মশান
বৃষ্টি ধারায় মিটাইয়ো দায় নিভাইয়ো অনল।


ঃ২৩/০৯/২০২১
চট্টগ্রাম।