আমি গেলে তোমার আর কি হবে বন্ধুর অভাব!
ছিটিয়ো ভাত, কাক পাল্টাবেনা তার স্বভাব।
তখন আমি যতোই থাকি না তোমার কাছে,
কেবল আমিই নই আমার ছায়াও হবে মিছে।


একলা নিথর দেহে যখন ছিলে নির্জলা প্রান্তরে
ছিন্ন পাতার ছাউনি ঘরে তুমি তো সুখেই ছিলে!
আজ যখন সাদা পর্দায় দেখলে রোশনাই আলো
তখন আমাকে চিনতে হলো ভুল, তুমি হেসে অতীত গেলে ভূলে।


ঝড়ো হাওয়ায় সবাই খুঁজে কিছু একটা বলয়,
দুখের দিনে তুমিও আমার মাঝে খুঁজেছো তোমার আলয়।
তুমি জেনে রেখো বন্ধু, আমিও থাকবো পাশে
দেখি, কে দেয় পাড়ি দুঃসময়ে তোমার বিষাদ সিন্ধু।
-২৫/০৬/২০২১
ময়মনসিংহ।