তুমি, কে হে কবি!
রণাঙ্গনে বসে শুনাও সদ্যজাত বিপ্লবী কবিতা
প্রেয়সীর কবরে, নাম ফলকে লেখো প্রেমের বাণী,
সেই সে হাতে আবার চলে রকেট লঞ্চার বুলেট গুলি
তুলো ঝংকার ভাঙো শত্রু বাংকার হাস্য ধ্বনি।


তুমি কে হে কবি!
শত্রুকে দিয়ে মরন কামড় তুমি হো হো হাসো দ্বিগবিজয়ী
রেখে আসো দুশমন তটে দৃপ্ত পাদটীকা বিজয় ঘাঁটি
কবিতায় জ্বালো আলো
পকেটে রাখো প্রেয়সীর উপহার রুমাল কালো
ভালোবাসার যেখানে জয়জয়কার হাসে হৃদয় খাঁটি।


তুমি, কে হে কবি!
তোমাকে দমায় না কোন প্রলোয়ঙ্করী ঝড়
তুমি ইচ্ছে মতো ভাঙো অহংকারীর বর্ণিল ঘর
ভালোবাসা পেতে হও না পিছু পা
ভাগ্যটায় কর কলঙ্কের কালিমায় লেপন,
শুকনো চরে গজিয়ে ঘাস করতে চাও সুখ স্বপ্ন বাসর।
তুমি কে হে কবি!


১৭/০৫/২০২২
চট্টগ্রাম।


উৎসর্গঃ আজকে সম্মানিত কবি, "কবি প্রণব লাল মজুমদার কবির কবিতায় মন্তব্য করতে গিয়ে প্রথম দুটো লাইন মাথায় এসেছিল। তাই  উনাকেই উৎসর্গ করলাম।