কি ভাবছো? বসের চোখ রাঙানো?
নির্ঘাত চাকরিটা যাবে? অনিশ্চিত ভবিষ্যৎ।
তবুও নির্ভয়ে তুমি শুধু সত্যটা বল।
কেননা, মিথ্যা শয়তানের আশ্রয় আত্মার মৃত্যু মনের বাড়ায় ক্ষত।
বিশ্বাস রাখো একাত্ববাদী ঐ মহান আল্লাহ-য়
যিনি তোমার অন্তেরর সবটুকু জানেন,
আর যিনি তাঁর ওয়াদা অবশ্যই রাখেন।
তাই তুমি শুধু সত্যিটা বল।
সত্যের দাম তোমার ঐ ঠুনকো চাকরির চেয়ে বেশি
মিথ্যার স্বাদ সাময়িক পরিণাম ভয়ানক অনিশ্চিত
কিন্তু সত্যের! পুরস্কার টা নিশ্চিত জান্নাত অনাবিল খুশি।


চাকরিটা গেলে অনাহারের ভয়?
মনে রেখো, রিজিক আল্লাহর দান
জানো না, কত মানুষ পয়সা থাকার পরও খেতে পায় না?
কতবার তুমি খাবার পেয়েও পারোনি খেতে এসেছো রেখে
কত মানুষ পৃথিবী ছেড়েছে লোকমা তোলার আগে বা পরে!
সুতরাং হতাশ হয়ো না,
তুমি কেবল সৃষ্টিকর্তায় বিশ্বাসটা রাখ, চেষ্টা চালিয়ে যাও
রিজিক তোমার এমনি এমনি আসবে ঘরে।


চাকরিটা গেলে দারিদ্র্যতার ভয়?
বাসায় কি তোমার ঘুমোবার নেই তোশক?
নেই কি একটাও মাথার নরম বালিশ?
নাকি রয়েছে ঘরে একটিই কেবল পানির মশক?
মা-শা-আল্লাহ্! তুমি তো সকল মুমিনের নয়নের মনি,
আল্লাহর হাবীব জান্নাতের সর্দার রাসূল (সাঃ) এর চেয়েও ধনী!
তবে কিসের ভয়?
তুমি শুধু সত্যটা বল। আখেরাত তোমার হবেই জয় নিশ্চয়।
১১/০২/২০২২
ময়মনসিংহ।