রোজ যে বদন পদ্ম লোচন
থাকতো কূল হাজার ফুলে,
আজ যে তাতে ছেয়ে গেছে
কালো মেঘ কালো চুলে!


রোজ যেখানে তোর বসবাস
বইতো সুবাস বসতো হাট,
আজ সেখানে দারুণ খরা
শুষ্ক ঠোঁটের বিরান মাঠ।


আলোক জ্বলা জীবন তরী
ভালোই ছিলো দিতো দোল,
মধ্য রাতের কোন সে ঝড়ে
নিভলো প্রদীপ করলি ভুল!


তোর বিরহে কোন বিরহী
কেঁদে যায় করুণ সূরে?
লিখে পদ্য কোন সে কবি
তোর স্বরে নিত্য ভোরে?


২৮/০৬/২০২২
চট্টগ্রাম।