নেতার বুলি, "দেখো বাঙালি দেখো,
মাসে তুমি এখন করো লক্ষ লক্ষ টাকা কামাই",
আমি দেখি, কিনে কোটি টাকায়
পাউরুটি গিলে রাস্তার ভুখা ঐ গরীব টোকাই।


তুমি দেখাও, মাথাপিছু আয়
জিডিপি বেড়েছে আগের চেয়ে কয়েক হাজার গুণ,
আমি খুঁজি মোটা চালটা লুকালো কোথায়
তেলটাও কি সতেজ সাহসী দূর্বলে দেয় বলিদান?


তুমি যখন বলো, "উন্নয়ন উন্নয়ন
গড়েছি উঁচু উঁচু ইমারত রাস্তা-ঘাট ইনফ্রাষ্ট্রাকচার!"
আমি দেখি বেড়েছে করের খড়গ
মধ্যবিত্তের খুব টানাটানি কেমন উঠেছে নাভিশ্বাস!


তুমি যখন রোজ দেখিয়ে মুলা
অবলা প্রাণীতে শুনাও উন্নয়নের মুখস্থ ধারাপাত
আমি দেখি এক-চোখা চোখে তুমি
মাপো চেতনার দাঁড়িপাল্লায় বিরোধী করো নিপাত।
০৮/০৩/২০২২
চট্টগ্রাম।