সিঁদুর পরিয়ে যে গল্পটা তুমি লিখলে কবি
আরেকটু টেনে উপন্যাস টা কেন করলে না?
লেখক বলো নায়ক বলো সবটাই তো তুমি ছিলে
আরেকটু লম্বা হলে খুব কি হতো দোষ?
ইনিয়েবিনিয়ে একটু মেটাতে ঝাল আরেকটু আক্রোশ,
সত্যিটা কি আর খুঁজতো কেউ?
না পেতো দেখতে পিঠের পোড়া দাগ চাঁদের লুকানো কলঙ্ক,
তোমার উপন্যাসের পাতায় পাতায় না খুঁজতো কেউ
চোখের কালি বন্ধ ঘরে জলের উৎস
জোছনায় রুপালি নদীর চকচকে ঢেউ।
তুমি নাহয় চিত্রশিল্পী হয়ে তোমার উপন্যাসে নিজেকে আকঁতে
চণ্ডীদাসের মতো মৎস্য শিকারি দেবদাসের মতো কোন বিরহী সন্ন্যাসী
নাহয় ফরহাদের মতো কোন প্রেমিক পাগল,
আর আমাকে নাহয় দিতে ছোট্ট কোন রোল।
আমি নাহয় তাতে রজকিনী নাহয়ে তোমার দাসী হতাম
পার্বতী না হয়েও তোমার জন্যে কুড়োতাম পূজোর ফুল।
শেষটা নিয়ে এতো ব্যকুল নাহলেও পারতে
ওটা তো তোমার জানাই ছিলো হবে বেদনা বিধুর,
শেষটা তুমি টানতেই পারতে আরো সহজে
ঠিক যেমন করে হাসতে হাসতে তুমি আমার মুছলে সিঁদুর।
১৯/১২/২০২১
ঢাকা।