বাড়ছে দাম বাড়ুক আরো যতো খুশি,
না হয় থাকলো ধরে সে তার উর্ধগতি,
রাজা বাদশার কি-ইবা হবে ওমন ক্ষতি
আমার নাহয় খালিই রবে খানার বাটি।


পান্তা আর শুকনো লংকা খাই যে নিত্য
সেও তো ছাড়িয়ে গেছে কবে আমার সাধ্য,
আজ নাহয় ছাড়লাম চড়া গাড়ি ঘোড়া সত্য
প্রভুর হুকুম তাই তো মানতে আমি বাধ্য।


আমি উলু বনে যখন ছড়িয়েছিলাম মুক্তো
তখন ভাবেনি মন বিপদ থাকবে এমন সুপ্ত!
আজ যখন ঠেলায় ধরবো লাঠি সোঁটা শক্ত
তখন দেখি গদি হয়েছে তার আরো পোক্ত।
০৬/১১/২০২১
ভারত।