.যে ছেলেটা আলসেমিতে
    সবার ছিলো সেরা,
যখন যাকে সামনে পেতো
  তাকেই দিতো প্যাড়া।


. সবাই যখন কর্মে মুখর
   অফিস যেতো ঘেঁমে,
বান্দারাম তো ঘাটের উপর
  নাকটা ডাকতো ঘুমে।


ফিরলে ঘরে ফেলতো ছুঁড়ে
   নিজের নোংরা জামা,
ধুঁইয়ে দিতে মায়ের হাতে
   বায়না রাখতো জমা।


গোস্তো ছাড়া মাছের মোড়া
   গলায় বিধঁতো কাঁটা,
. বললে কিছু লুকায় পিছু
  জলের ফেলতো ফোঁটা।


সেই ছেলেটা ভাতটা রাঁধে
     থালাও রাখে ধুয়ে,
অফিস যাচ্ছে ঘামে ভিজে
    আর থাকে না শুয়ে।


তিতি পরা এক জামাতে
     এখন চলে মাস,
বাঁদর ছেলে বদলে গেছে
    ভাগ্যের পরিহাস।


২৩/১০/২০২২
চট্টগ্রাম।