ভালোবাসা বিক্রি হবে
সাদা কালো লাল হরেক রকম ভালোবাসা,
ছোট বড় নাদুসনুদুস কিংবা সদ্য জন্মনেয়া
হাজারো রূপে গন্ধে ঠাসা ভালোবাসা,
আমি ভালোবাসার ফেরিওয়ালা।
লাগবে নাকি একখান?
প্লাস্টিক কাগজে মুড়ে রেখেছি যতনে
পানি দেয়া বোতলে রেখেছি জিইয়ে
যেনো আদ্রতায় না যায় চুপসে।
লাগবে নাকি একখান?
বেঁচবো, যদি আপনি চান।


কারো হাতে দেবো বলে
ভোরের আলো ফুটার আগেই রেখেছি তুলে,
কতোদিন কতোছলে
করেছি বসবাস মায়ায় পাশের খাটে স্থল কিংবা জলে।
দিয়েছি পাহারা শত্রু করেছি দমন,
হাজারো বাধায়ও বুকেতে করেছি লালন,
ভালোবাসা বিক্রি হবে, নেবেন?


শীত কিংবা বসন্তে
দিয়েছি ছাউনি পেতেছি মাদুর সূর্য যদি থাকে মধ্যগগনে,
শিকড় উপরে খোঁপায় দেবো গেঁথে
নাড়ি ছেড়া ধন ভালোবাসা আর কারো কাননে।
নেবেন ভালোবাসা?
তুলেই দেবো মুখ ফোঁটে একবার শুধু মিষ্টি করে বল্লে
তাও আবার নাম মাত্র মূল্যে।


মহিলা কলেজের সামনে দেবো দোকান,
লাল কালিতে থাকবে লেখা "ভালোবাসা বিক্রি হয়
তাও সব তাজা তাজা
বাসি পুরোনো কিংবা লোক ঠকানো নয়
সত্যি নিখাদ ভালোবাসা খাসা।"
আমার নিজ হাতে একটু একটু করে গড়া ভালোবাসা
আজ নিজ হাতে হবে বিক্রি,
যাকে তাকে নয় যার আছে মায়া মমতা
যার নেই ঋণের দায়ে আর কারো ডিগ্রি।
আমার ভালোবাসা আপনারা চেনেন,
টনকে টন মনকে মন হাজারে হাজারে গোলাপ
আমারো আছে অনেক,
ভালোবাসা বিক্রি হবে, নেবেন?
দেবো, শ খানেক?
০৮/১২/২০২০