একটু আধটু চোখাচোখি স্পর্শ আর
টুকরো টুকরো অনুভবের সব গল্প,
মাখা মাখা প্রেম সদা থাকবে ঘিরে
একা-একা কতো একেঁছি চিত্রকল্প।


অলখে সবার, হাতে লিখে নামটি তাঁর
চুপিচুপি কতো খেয়েছি আলতো চুমো,
শিয়রে লুকিয়ে ছবি, মন কে বলেছি,
"পাশে আছে, ঘুমো এবার তুই ঘুমো"।


আড়ালে দাঁড়িয়ে কতো দেখেছি হাসি
তাঁর এলো চুল, নয়ন ভরা কাজল,
থাকতো শুধু ভয়, না জানি কখন এসে
তার-ই বাবা ভাই স্বপ্নে ঢালে জল?


বিরহে তাঁর, মাকে বলেছি কতো মিথ্যে
ভালো নেই শরীর আজ আর নয় আহার,
অথচ সেই আমি দৌড়ে যেতাম সুদূর
যদি ডাকতো, দিবে বলে হাসি উপহার।


ভালোবেসে দিতে যদি হয় দেবো জান
শুনে বিরহী গান, কতো করেছি সংকল্প!
নিজে লিখে চিঠি ছিঁড়ে করেছি কুটিকুটি,
যেনো হয় রচনা ভালোবাসা খাঁটি গল্প।
১৫/১১/২০২১
ভারত।