.     যৌবনে তুমি দীপ্ত কিরণ
অসময়ে যাপিত জীবনে করা প্রদার্পন
  যখনতখন তোমার অবাধ বিচরণ।


     কুণ্ঠিত কন্ঠের স্বর তুমি
  হঠাৎ জেগে উঠা ভাসমান তৃণ
বিজনে খুঁজে পাওয়া বিরান ভূমি।


   তোমাতেই উঠে নব শিহরণ
পদদলিত বৃক্ষে তুমি নতুন জীবন
চিরসাথী তুমি আমার আমরণ।


      সদা জাগ্রত বিবেক তুমি
মানুষ রুপে মানুষ্য মাঝে কর বিচরণ
তুমি ধরার মাঝে সবার মুক্তিকামী।


      সঞ্চারিত হও তুমি আমার
জীবন নাট্যের নায়িকার নাম ভূমিকায়,
শিরোনাম আজ পৃথিবীর সব কবিতার।