বাক্সটার হাতপা বেঁধে ছেড়ে দিলাম রাজহংস,
দেখি, এবার এসো।
দেখবো তোমার স্ব-হাস্য কেমন তরো উপহাস!


কেমন ভালোবাসো, কোথায় করো কারাবাস?
দেখবো কূয়োর জল কতোটা গভীর
জলে কতোটা আছে ধোঁয়া কতোটা তার শ্বাস।


নাকি দীর্ঘশ্বাসের উনুনে দিয়ে ফুঁ খুঁজবে তুমি
জীবন্ত পোড়া মাংস দগদগে ঘা,
কতোটা দূরে কোথা যায় দেখা খাদের কিনারা!


ছুঁইয়ে জল যে তুমি খেলো, সে থাকে উপবাস!
এসো, এসো দেখি তোমায়,
তোমার চোখে কে এমন করে খেলা কার বসবাস?


২৩/০২/২০২২
চট্টগ্রাম।