বোন, বলতো কতদিন পর পেলাম দেখা!
মাঝে গেছে বছর দুই দুঃসময়ের চাকা।
তুই তেমনি আছিস একটু হয়েছিস রোগা,
ঠিক মত কি তোর হয়না নাওয়া খাওয়া!
নাকি অসুখেও তোর খুব হচ্ছে ভোগা!
চোখেও তো পড়েছিস মোটা ফ্রেমে চশমা।


আজ যখন দেখলাম দাঁড়িয়ে আড়ালে
          পড়েছিস তুই লাল শাড়ী
মুখে সেই মিষ্টি হাসি টোল পড়া গালে।
একটি বার যদি বলতি এসে জড়িয়ে
       "আসনা কেন বোনের বাড়ি
ঠিকানাটা কি সত্যি ফেলেছো হারিয়ে?"


পাগলি, আমি কি আর থাকতাম রেগে?
ঠিক দিতাম কেঁদে, অশ্রুজল যেত ভেসে।
আমি না হয় করেছি একটু বেশি রাগ,
তুই কেন ছোট হয়েও ঘরে থাকলি বসে?
আমি তো খুঁজছি উপলক্ষ হিসাব কষে,
কি করে দেবো ভালবাসায় বোনের ভাগ।
২১/০৭/২০২১.
ময়মনসিংহ।
ঈদ উল আজহা।