অনেক খুঁজে আনলে যারে
হৃদ মাঝারের কোনে,
ভয় কি পাবে দেখলে পানি
সাগর উঁচু বানে?
মাঝ নদীতে বৈশাখ ঝড়ে
ডুবলে তরী জলে,
সাঁতার জানে! পারবে বাঁচতে!
পটু সন্তরণে?


মাথার উপর সোহাগ কিরণ
অল্পে লুটায় ঢলে?
কাবু কি হয় কায়িক শ্রমে
কলসি কাঁখে জলে?
অভ্যেস আছে ডুবতে পুকুর
তুলতে পারে শালুক?
হাসতে পারে দুঃখ মাঝে
কষ্ট যতোই মিলু্ক?


ও মাঝি ভাই; সাগরেদ কেমন
হালটা ধরতে নায়ে?
কি বললে ভাই? পারবে সবি
ভাটি গাঁয়ের মেয়ে!


২১/১০/২০২২
ময়মনসিংহ।