তোমাকে দেখলে বোঝাই যায়না এক সমুদ্র জল-
বুকের ভিতরে লুকিয়ে রেখেছ;অজস্র কোলাহল
প্রতিদিন শুধু বুকের ভিতরে নীল সাগরের পারে
হাজার তারা জ্বালিয়ে দিছ্ছে জমাট অন্ধকারে।
তুমি শুধু সেই সাগরের পারে কুড়িয়েছ ধুলো-বালি
স্মৃতির হিসেব লিখতে লিখতে ভুল করে ফেল খালি
এভাবে কিছুই লেখা যায় না;পাখিদের কলরব,
সাগরের ঢেউ একে একে এসে ফিরিয়ে নিয়েছে সব।
পড়ে থাকে শুধু ক্লান্ত বিকেল;উড়ন্ত গাঙচিল-
খুঁজতে খুঁজতে ঝাপসা আকাশে দিনের অন্তমিল।
যতখানি তুমি হারিয়ে ফেলেছ,হয়তো সেসব ছবি-
কোনো একদিন এমনি করেই হারিয়ে যেত সব্-ই।
কিন্তু যেগুলো হারিয়ে গিয়েও ফিরে আসে বারবার,
মনে রেখো শুধু সেটুকুই তুমি;তোমার অহংকার।