বুড়ো আঙ্গুলে ভাব করেছি, ছোট্ট আঙ্গুলে আড়ি;
আঙ্গুলের ফাঁকে অভিমান ভরে যন্ত্রনা দিতে পারি।
খেয়ালের ভুলে তোমার ওই চুলে জ​ড়ানো ভালবাসা,
জীবন সাগরে ঝিনুক কুড়োতে তোমার কাছে আসা।
যতবার আসি একা করে দাও, প্রতিবার ফিরে যাই
আঙ্গুলের ফাঁকে যন্ত্রনা বাড়ে; সিগারেট পুড়ে ছাই।
ভাবছি একটা কবিতা লিখব​; শেষ বিকেলের হাওয়া-
জানালার ফাঁকে হরিনীর মতো মেঘ করে আসা-যাওয়া।
এটাই আমি..একলা আমি, একলা থাকার ইচ্ছে-
মনের ভিতরে বিষাদ গুলো তে আবেগ লাগিয়ে দিচ্ছে।
এখনো আমাকে চিনতে পারোনি; পালিয়ে যাও খালি,
শিথিল মুঠোয় ধরতে পারিনা সম​য় নদীর বালি।
যতদিন আমায় নিজের ভাবো তোমার কান্না-হাসি
সব কিছু নিয়ে হাঁটব আমি তোমার পাশাপাশি।
অনেক কিছুই পারিনা জানি, পারিনি এত দিনে
মনের ঘরের দেওয়াল গেঁথেছি ভালবাসার ঋণে।
শুধু দুই আঙ্গুলে কলম ধরে কবিতা লিখতে পারি;
তাই, বুড়ো আঙ্গুলে ভাব করেছি,ছোট্ট আঙ্গুলে আড়ি।