(১)


প্রথম সূরযে তোমায় খুঁজি-
হাটে-বাজারের হৈ হৈ রবে,
মেঘের পলকে দুই চোখ বুজি
"সকাল" আমার কাটে এই ভাবে।


(২)


তুমি আসো যাও শ্রাবণের মতো-
পায়ে নূপুরের রিমঝিম সুর,
চোখে এসে প​ড়ে একরোখা রোদ
আর কেটে যায় একলা "দুপুর"।


(৩)


আমার "গোধূলী" আধবোজা চোখে
চেয়ে দেখে সেই ঘরছাড়া পাখি-
ঘরে ফিরে আসে;শুধু তুমি ছাড়া
জানালার পাশে একা বসে থাকি।


(৪)


শাঁখের আওয়াজ প্রতি ঘরে ঘরে
বাতি জ্বলে যায় তুলসীতলায়,
মনটা কেমন আনচান করে-
"সন্ধ্যা" আমার পালিয়ে বেড়ায়।


(৫)


"রাত্রি" আমার ঝিঁঝিঁর ডাকে-
চাঁদের আলোয় আছড়ে প​ড়ে,
শান্ত হাওয়ায় ক্লান্ত দুচোখ
তোমায় এসে জড়িয়ে ধরে।