মনে আছে আমার বুকে মাথা রেখে প্রেমের শব্দ শুনেছিলে?
স্নেহের আঙ্গুল মাথায় বুলিয়ে স্বপ্নের জাল বুনেছিলে!
তোমার ঘরেতে আমি তুমি একা আলো-আঁধারের খেলাতে,
পর্দা ঘেঁষে রোদ্দুর এসে সেদিন বিকেল বেলাতে-
ভিজিয়ে দিয়েছে সবটুকু মন, হাওয়াতে উড়েছে বাষ্প;
তোমার বাড়ির বারান্দা দিয়ে বারবার ফিরে আসবো।
যখন তোমার উড়ন্ত চুল আমার আঙ্গুল জড়ালো-
হঠাৎ করে লেপের নীচে তখন বিকেল গড়ালো।


এই যে আমরা কাটিয়েছি সময় অবিরাম, অবিরত
হয়তো এটাই বুজিয়ে দিয়েছে বুকের অনেক ক্ষত;
কিছুটা সময় চুপ করে থাকি কেউই বলিনা কথা
নিস্তব্ধতা ম্লান করে দেয় সমস্ত ব্যকুলতা,
চোখের উপর চোখ পড়েছে পলক ফেরানো কঠিন
আজব প্রেমের বাঁধানো ফ্রেমে ভালোবাসা অন্তহীন।
প্রতি মুহূর্ত এমন করে বেঁচেছ​ কখনো আগে?
রেখেছ জানালা বিছানা ভরিয়ে আবেগে অনুরাগে?
রাগ দেখানো আসলে তোমায় কাছে পাওয়ার ছল,
প্রথম ভোরে যে প্রেম ছিলো আজও আছে অবিকল;


সারা ঘর জুড়ে প্রেম প্রেম খেলা যখন এসে থামলো-
ঘরেতে আগেই মেঘ করেছিল হঠাৎ বৃষ্টি নামলো।