হঠাৎ যখন সন্ধ্যা নেমে আসে
আকাশ জুড়ে মেঘের আনাগোনা,
আমার বুকের শিরা উপশিরা-
বসায় এক গভীর আলোচনা।


জানিনা তোমায় কতটা ভালোবাসি
অথবা, কতটা বাসতে পারি ভালো!
তবুও, যখন অনেক দুরে থাকি
দেখি আমার আকাশ জুড়ে কালো।


নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা
জীবন গড়ার স্বপ্ন দেখতে চায়,
জোয়ার এসে ছাপিয়ে দিয়ে দুকূল
পলকে তাদের ভাসিয়ে দিয়ে যায়।


হয়েতো আমি তাদেরই একজন
অথবা, পুড়ে হয়ে গেছি ছাই;
শরীর দিয়ে ধূসর পৃথিবী গড়ে-
ধুলোর মতো বাতাসে মিশে যাই।


তোমার পৃথিবী কাঁচের হতে পারে
আমার পৃথিবী ধাতু-মাটি তে গড়া
'ধনধান্য', 'পুষ্প' দিয়ে নয়-
কাঁটায় ভরা আমার বসুন্ধরা।


তবুও যদি আকাশ হতে চাও-
বৃষ্টি দেব তোমায় অন্যভাবে,
তোমার বুকে মেঘ হয়ে নয়-
রামধনু রুপে আমায় কাছে পাবে।