তোমরা যখন প্রত্যেকে মৃত্যুভয়ে বাড়ি থেকে রাস্তায় নেমে দাঁড়িয়েছ​-
আমি তখন কান পেতেছি পৃথিবীর অশান্ত বুকে;
হাতের মুঠোয় ভরেছি উত্তপ্ত পিঙ্গল মৃত্তিকা।


তোমরা যখন ভেবেছ ওল্টানো আকাশ ঘুমিয়ে আছে বিষন্ন রাত্রির কোলে-
আমি তখন অনিমেষ চোখে দেখেছি জোনাকির ডানা;
ঠোঁটের পালকে মেখেছি পরাঙ্মুখ গরল।


তোমরা যখন ভেবেছ কোটি কোটি বছর ধরে ক্লান্ত পৃথিবী মৃত
আমি তখন অদৃষ্টের বুকে শুনেছি মহাকালের স্পন্দন;
কাঁধের ধার ঘেঁষে বেড়িয়ে গেছে সময়ের শুন্যতা।


তাই, তোমরা যাকে ভূকম্পন বলো
আমি তাকে বলি পৃথিবীর হৃদস্পন্দন, কারণ-


মহাকাল এখনো জেগে আছে।



(গত ২৫শে এপ্রিল,২০১৫ নেপালের পোখারায় এক প্রবল ভূকম্পনের জন্ম হয়, রিখ্টার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৮। এতে ১৯০০ মানুষ নিহত এবং ৪৭০০ এর চেয়েও বেশি মানুষ আহত হয়েছেন। মৃত আত্মার শান্তি কামনা করি।)