তোমার সাথে পথ হেঁটেছি আমি
বৃষ্টিস্নাত পৃথিবীর কক্ষপথে,
জমানো জলে ফেলেছি পদচিহ্ন
হাতড়ে মরেছি অজানা ভবিষ্যতে।


মাথার উপর তখনও খোলা আকাশ
খাতার উপর লেখা তোমার নাম,
পাতার শব্দে চমকে উঠে তাই-
বুকের মধ্যে তোমায় খুঁজলাম।


যেখানে শুধু জীবন মাপে স্মৃতি
যেখানে শুধু জল পড়ে অবিরাম
আর যেখানে পাখিরা যথারীতি-
ডানায় মোছে রৌদ্র ভেজা ঘাম।


সেখানে আমিও ছিলাম একদিন
মুঠোয় ছিল জমানো চোখের জল
সেই জলে ভেজেনি কারো আকাশ
ভেজেনি কারো চেনা মফঃস্বল।


বাতাসের গায়ে মনখারাপের সুর
ফুলের গন্ধে মাতাল চারিপাশ
ভিজে পাতায় আলোর প্রতিবিম্ব
ভিজে মাটিতে স্মৃতির প্রতিভাস।


ভালোবাসার দিনগুলো বেঁচে থাক
বেঁচে থাকুক তোমার মফঃস্বল
সবার জন্যে রইল খোলা আকাশ
আমায় দাও দুচোখ ভরা জল।