সারাদিন ধরে অভিমান জমে, অবিরাম মেঘমল্লারে
সিক্ত মাটিতে চিহ্ন ছড়িয়ে হেঁটে চলে যায় বারেবারে
জানি না কে যেন চলে যায় দূরে, জানিনা কে ফিরে আসে
মেঘের গন্ধ ছড়িয়ে রাখে পথের আশেপাশে।


সেই গন্ধ মুছে দেবে জল, আবার বৃষ্টি এলে-
ধুয়ে দিয়ে যায় আষাঢ়ে আবেগ, কখনো বা অবহেলে
চলে গেছে উড়ে; গাছের তলায় তখনও কান্না ঝরে
জানালার পাশে অভিসারী মন, তোমাকেই মনে পড়ে।


মনের ভিতরে জমা রাগ গুলো মুছে ফেলো দু'ডানায়
দিনের শেষে আকাশের তারা জানিনা কী জানায়
সারাদিন ধরে শহরে নগরে ভিজিয়েছ পথঘাট-
তোমার ঘরে ফিরবোনা, আমার অন্য রাজ্যপাট।


সন্ধ্যাপ্রদীপ জ্বলে ওঠে আমার মাটির ঘরে
বাইরে তখনো কালো মেঘ জমে ভিতরে বৃষ্টি পড়ে
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে জোরে-
রাত্রি বাড়ে, জেগে থাকি একা; সবাই ঘুমঘোরে।


ফুলের গন্ধে ঘুমিয়েছে মন, জেগেছে মেঘের ডাকে
নিস্তব্ধতা জানিনা কখন আমায় ঘিরে থাকে;
আকাশ কাঁদে অঝোর ধারায়, লাগে কান্নার ঢেউ
কান পেতে শুনি, মনখারাপের কবিতা পড়ে কেউ।


___________________________


(ছন্দছাড়া ছন্নছাড়া কবিতা লিখেছি। ছন্দপ্রেমিকদের কাছে অনুরোধ এই দন্ডনীয় অপরাধ মার্জনা করে দেবেন।)