ইজরায়েলের মানুষ নামের হিংস্র জন্তুগুলি
ছোট্ট শিশুর বুকেও চালায় মেশিনগানের গুলি!
প্যালেস্টাইনে শিশুর রক্তে ভিজলো মাটি পাথর
হাসপাতালে কাঁদছে শিশু যন্ত্রণাতে কাতর
সারিবদ্ধ রক্তমাখা শিশুর নিথর দেহ!
বিশ্ববাসী ঘুমিয়ে আছে হয় মনে সন্দেহ।
এরপরেও বসুন্ধরায় কেম্‌নে গোলাপ ফোটে?
শিশুর আর্তনাদে খোদার আরশ কেঁপে ওঠে!


কোথায় তুমি জাতিসংঘ? ঘুমিয়ে কেনো তুমি?
রক্তস্নাত শিশুর হাঁড়ে বাজাচ্ছো ঝুমঝুমি!
মানবতার চোঙ্গা ফোঁকা বিরাট সংস্থাগুলি--
এই বিষয়ে মূক ও বধির, দুচোখ জুড়ে ঠুলি!
অন্ধ এমিনেস্টি! তারও দুই ঠোঁটে আজ তালা
(আম্রিকা হয় তার দুলাভাই সৌদিরও সে শালা!)
ইজরায়েলি দানবগুলোর নৃশংশতার বলী
হতভাগ্য এই শিশুদের জন্যে শোকাঞ্জলি...


চোখের জলে লিখে গেলাম বিষণ্ণ এই ছড়া
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁদুক বসুন্ধরা...


অটোয়া ১২ জুলাই ২০১৪