স্বপ্নে তুমি আমাকে আর দেখ না,
সারাদিনের কাজের পরে ডুবিয়ে তুলি রংএর ঘরে
মনের ভুলেও আমার ছবি আঁকো না
সূর্য যখন অস্তে নামে তোমার ঘোড়া জোর কদমে
ছুটতে থাকে পথের বাঁকে,
নদীর ধারে এক টি বারও থামোনা,
স্বপ্নে তুমি আমাকে আর দেখ না।
অইখানেতে শেষের দেখা থামিয়ে ঘোড়া তুমি একা
খাচছিলে জল সাথে এল শিশুর দল,
একটু দুরে আমিও ছিলাম, মনের মধ্যে কষ্ট পেলাম
কারন তোমার অঞ্জলি তে জল দেয়া আর হোলো না,
স্বপ্নে তুমি আমাকে আর দেখ না।
তুমি যখন কাজেতে যাও ভোরের বেলা শিকারও পাও,
ফিরতে ফিরতে সন্ধে নামে সূর্য তখন অস্তগামী,
ক্লান্ত হয়ে ঘরের পরে  বিশ্রাম নাও মাদল শুনে,
আমি তখন অনেক দুরে একলা বসে চুপটি করে-
ভুল করি সব,  মন না লাগে,  এক টি মুখই মনে জাগে।
তুমি কিন্ত ঘুমিয়ে পড়, রং তুলিতে খেলা কর,
তোমার মনে চাঁদের আলো আজকে  শিকার পেয়েছি ভাল,
দিন কেটে যায় কী ব্যাস্ততায়,  রাতের ঘুমে ব্যাঘাত না হয়
নতুন দিনে  পুরনো মুখ রাখ না,
স্বপ্নে তুমি আমাকে আর দেখ না।