নগরীর সমস্ত ইট-পাথরের মিনারের
ভাঁজে,
চাঁদ দেখে হতবিহবল আমি সুর মেলাতাম-
কুয়াশায় ভিজে তোমারই সুখে...


কাঁচের
মধ্যে কাঁচভাঙা আর্তনাদে বেঁচে থাকে
কিছু-
রক্তমুখী ফুলের নির্যাস।
আর সেই কার্নিস
ঘেষে দাঁড়িয়ে থাকা আমার অসহ্য সুখ।


সেই কল্পনা থাক কল্পনা থাক
ভালবাসা ক্লান্ত জোছনা।


আমি আজ তাকিয়ে আছি ওই
শ্রান্তিহীন -
আদুরে স্মৃতির চিলেকোঠার নি:শ্বাসে।
আমি তন্ময় চিত্তে ভালবেসেছিলাম...
সেই সরোবরের শ্রান্ত তরীটিকে।