জীবনের সমস্ত আবেগের শেষ সীমানায়,
প্রাপ্তি পাওয়ার অত্যুক্তি মানায় না।
এই সময়ের নিভে যাওয়া শ্রান্ত পালক জুড়ে-
ভেসে আসা গানে- একটা ছোট্ট কবিতার ছায়া।


না পেলে আমি প্রবীন হয়ে যাবো...
অভিজ্ঞতার ভারে ন্যুব্জ হয়ে শুনিয়ে যাবো ব্যার্থতা।
যা যায় তা যদি ফিরে আসে,
যা চাই তা যদি আসে কাছে,
তবে মুছে যেত আমার মলিন মনের সকল দীনতা।


আমি আমায় স্তব্ধ করেছি...
রাত্রির মায়ায় হাজারো স্বপ্নের কল্পিত ছায়ায়।
তাই আজ আমার এই ঘুনে ধরা শরীরের কোটরে-
বেঁচে থাকে ক্রমাগত মৃত্যুর গানে একটানা সুর।


তবু যদি ছায়া থাকে...
আমি বলব তাকে-
আমি সবুজ হয়ে বেড়ে উঠতে চেয়েছিলাম-
স্বর্নলতিকার মত-তার আশ্রয়ে।