ক্লান্ত জানালায় বিষন্ন বৃক্ষের কঙ্কাল-
আমায় মনে করায় না এক বুক তৃষ্ণায় বেঁচে আছি।


ঝড়ো হাওয়ার রাত...


কেঁপে ওঠা ল্যাম্পপোস্টের আলোয়,
আমি খুঁজেছি জলধি গভীর-
মন থেকে মনের আঙিনায়।


মৃদু হাওয়ার বিকেল...


স্বচ্ছ জলের বুকে সান বাঁধানো ঘাটে,
একা এ আমার কাঁধ ছুঁয়ে-
তুমি বলে গেলে,"তুমি পারো নি, তোমার পারার কথা না।"


আমার গালে এক ফোঁটা শিশিরের জন্ম হল।