হঠাৎ্ শীষ ভেঙে যায় বেপরোয়া পেনসিলটার,
বড্ড বেশীই এক্গুয়ে হয়ে উঠেছিল বলেই হয়তো-
শেষ হতে দিল না,যতনের বিষে গড়া আমার...
                              সাধের সেলফ পোট্রেট।


সময় নিজেকে চেনায়,হয়তো রক্তকে রক্ত বলতে শেখায়,
এইখানে আমি নেই শুধু আছে ঐ ভাঙাশীষ আর-
পেনসিলের গ্রাফাইটে রগড়ানো দুমড়ানো মুচড়ানো,
এক প্রতিচ্ছবি...
                        আমার সাধের সেলফ পোট্রেট।