মানুষের জীবনে কি আছে?
অভাব,অনুযোগ, অভিযোগ... ব্যাহত হওয়ার নিত্যনতুন গল্পের সারি |
সবাই বলল এভাবে চিন্তা করো না,
এভাবে ভাবা ভুল,
তুমি ধ্বংসের বীজ বুনে চলেছ |
আমি শুধুই হেসেছি...
কারন আমি এখনও নিজেকে সঠিক ভাবতে ব্যাস্ত... ভুল ঠিক বা মনুষ্য জাতির কল্যানের কচকচানি আমি চিত্কার করে জানালেও ,
আমি নিজের গা বাঁচাতে ব্যস্ত |


আমি এই কথাগুলোকে আমার পকেটেই মরে যেতে দিই |
বিবেকের প্রশ্নেও আমি নির্লিপ্ত- ও শালা এখন চুপ করে মজা দেখে ...
নিজেকে শেষ হতে দেখার মাঝেও নাকি মজা আছে |


প্রেমের ব্যাপারে আমি একেবারে নিশ্চুপ...
আমাকে গা বাঁচাতে বেগ পেতে হয়,
তবু আমি নিশ্চুপ...
কারন-
তাকে কখনই বলা হয়নি -
"তুমি যে জারুল গাছের নিচে ছায়া খুঁজেছিলে,
আমার পকেটে কিছু পাতা রেখেছি তার-
আমার ক্লান্তি আর ছলনাময় জীবনে,
ঐ সবুজটুকুই সত্য... "