আমি নয় কবি, তবে মাঝে মাঝে, কবির মত ভাবি।
নেই যোগ্যতা, তবুও লিখতে বসি, নিয়ে কলম খাতা।
আমি তো অজ্ঞ, নয় তো কবিতা লেখার যোগ্য।
আল্লাহর রহমতে, কিছুটা লিখার হয়েছে ভাগ্য।
আমি অদম, স্মরণ শক্তি কম।
মানুষের সামনে কথা বলতে, ফুরিয়ে যায় দম।।
একটু খানি কলম চলে, এটাই অশেষ ধন।
এতেও মজতে পারে, হাজার মানব মন।।