নীরবতা যখন ভাষা হয়ে যায়,
তখন নীরব থাকায় শ্রেয়।
"কথায় না বড় হয়ে কাজে বড় হও"
বানীটি আমার সর্বদা প্রিয়।


আমি তো দামোদর শেঠ নই,
আমার অল্পতেই খুশি।
বন্ধু! যেটুকু ভালোবাসা দিয়েছ।
তাতেই চরম সন্তুষ্টি।


তোমার ইতিহাস, অবহেলা ভুলে গিয়ে
বারোটি প্রেম-পূর্ণ পংক্তিও লিখে ফেলি।
লোকে কবিতা বলে ভুল করে।
আমি ব্যথা উপশমের মলম বলি।।


                --- রিয়াজ ইসলাম