শৈশবকে জীবিত রাখতে বেড়াই উড়িয়ে ঘুড়ি,
লোক-লজ্জার মাথা খেয়েছি বয়স যদিও কুড়ি.


একদিন এক দুপুর বেলা.
ঘুড়ি নিয়ে মাঠে করতে খেলা.
আমি, রাইফ, তিতলি, নিসু.
সঙ্গে আরও অনেক শিশু.


শান্ত প্রকৃতি, চারিদিকে বইছে মৃদু বাতাস.
কেউ ভাবেনি,আমার ঘুড়ি ছুঁয়ে যাবে যে আকাশ.
ভেঙ্গে দিয়ে অশূভ ভাবনা যত,
বিনাশ করে মনের পুরানা খখ্ত!
বাড়ল বায়ু, বইল গুড়ি গুড়ি .
ঘুরল লাটাই, উড়ল সাদা ঘুড়ি !


খ্খনিক বাদে ঘুড়ি আমার উঠল স্বর্গপানে!
আমি তখন আকাশ মাটির নীরব সন্ধীখ্খনে!
প্রার্থনা করি, এমন শৈশব জীবিত থাকে যাতে.
বেঁচে থাকুক,মাটির সম্পর্ক নীল আকাশের সাথে..