বিদ্রোহী? কে যে জ্ঞানে মনে অস্থির,,
কবরে অথবা চিতায় আমি, নই ত্রাস সঞ্চারী বীর।।
চরিত্রহারা, নাম ভোলা কায়া, নষ্ট নামে হাসি
নেই এক হাতে বাকা বাশি, না আমি রনদা সর্বনাশী।
কে আমি?
বলবো ! বলবো বলেই এসেছি,
হয়তো আমায় যেনে বলবি
" সালা, কথায় যেন শুনেছি?"
আমায় ভাল করে চেয়ে দেখতো?
এমন রঙা কেউ কি তোকে 'বাচাও' বলে ডাকতো?
আমি তর মা ! এক টুকরো কাপড় দিবি বাবা ?
বুকে জড়াতাম,
আমার রাঘব ছেলেরাই আমার নাম করেছে ধর্ষিতা
আমার নামটা ছিল বঙ্গ, এখন আর কোন নাম নেই।
তোদের আশায় ছিলাম, যে আমার ছেলেরা আমাকে আবার বাচাবেই।
আমি গোল গোল লাল চোখের সামনে বুকে হাত দেয়া এক অভাগিনী।
ওরা আমায় কাদতেও দেয় নি দাদা,
চিড়েছে দেহের প্রতিটা অনু।।
আমায় ভুলে গেলি দাদা? আমি তনু।
তোকে অনেক বার ডেকেছিলাম ভাই,
পাশেই ছিলি মূর্তি বেশে,
হঠাৎ করে মানুষ জনের মাঝে পৃথিবী শূন্য মনে হল, চোখে তখনো আলক কিঞ্চিৎ।
ভাল আছিস ভাই? আমি বিশ্বজিৎ।
আমি মরে গেছি বহু আগেই, আমায় দূষিয়াছে তোর ভয়,
আমি এখন আর নাই, দেখবো এখন, আর পাছে কি হয়।
আমার মরণে বাকি তোর সুধু লোক দেখানো আবেগ,
আমায় ছাড়া পশু তুই, আমি মরে যাওয়া তোর বিবেক।