ঝঞ্ঝা মঞ্চে মণি তোমার কাঞ্চনীকার মন,
দিশে হারার দশায় তুমি , খিড়কি খোলার ক্ষণ।
ভাবছো পাথর , কাঁদছো ঝর্না , এড়াও কেনো যুদ্ধ ?
মুহাম্মাদ গো তোমার নাড়ির , তোমার কোলেই বুদ্ধ ।


ক্ষুব্ধ তেজে তোমার বচন ইতিহাসের কান্নায় ,
সেই তুমি মা !নিজের রক্ত ধোয়াও চোখের বন্যায় !
রানী তোমার পদ গো নারী , দেবী তোমার সত্তা ,
কে হায় শুধায় ? তোমার পাওনা । পাওনা হলেও মিথ্যা?


কানুর চাওয়া তুমিই ছিলে , যীশু তোমার রক্তের,
তাজমহলের তারা তুমি! ভয় কেন পাও মিথ্যের?
হৃদের ব্যাথা হটাও মণি, ব্রহ্ম তোমায় ঋণী
বুকের কথা সুধাও মুখে, নষ্টার কানে শুনি ।


আমার হাতে শেকল তোমার , কওনা আমায় কিছু ;
মনের জ্যোতির জ্বালায় দেবী আর হেটনা পিছু ।
বধীর বাক্য শ্রাব্য নহে , জ্বালাও মনে মশাল-
তোমার ইন্দ্রে বশ্যা জাতীর, তোমার কোলেই সকাল।


""


১২ই মাঘ