আমার  সবচেয়ে  সুখের  সন্ধ্যায়
আমি  তোমাকে  নিয়ে  বিষন্নতার  কবিতা  লিখেছি।
আমার  সবচেয়ে  দুঃখের  বিকেলে
তোমার  উদ্দেশ্যে  লিখেছি  সহস্র  সুখের  পঙ্ক্তি।


আমার  সবচেয়ে  একা  রাতে
আমি  কল্পনায়  তোমার  কপাল  ছুয়েছি,
ঠোঁট  ছুয়েছি,  গ্রীবা  ছুয়েছি,  ছুয়েছি  বিষাদ  ভরা  চোখ।
আমার  সবচেয়ে  সুন্দর  সকালে
আমি  গরম  চায়ে  তোমার  প্রেম  চেয়েছি, 
পূর্ণতা  চেয়েছি,  চেয়েছি  এই  প্রিয়তমা  শুধু  আমার  হোক।


মৌসুমের  সবচেয়ে  কনকনে  শীতেও
তোমাকে  নিয়ে  বৃষ্টিতে  ভেজার  কবিতা  লিখেছি।
বৈশাখের  প্রখর  দগ্ধ  দিনেও
তোমার  সাথে  মরুভূমিতে  হাঁটতে  যেতে  চেয়েছি।


রোজ  রাতে  ঘুমিয়ে  পড়ার  পর
আমি  কল্পনায়  তোমার  চিবুক  ছুয়েছি,
হাত  ছুয়েছি, ছুয়েছি  বিষে  ভরা  হৃদয়;
এই  আশায় 
যদি  তোমার  মন  আমার  উপর  হয়  সদয়!
হয়নি।
ঘুম  থেকে  উঠে  দেখি
এই  পৃথিবীতে  তুমি  আমার  থেকে  এক  নক্ষত্রবর্ষ  দূরে!


অথচ  এসবের  কিছুই  তুমি  জানো  না,
অযথা  আমার  তোমাকে  পাওয়ার  একতরফা  তাড়না!