শহর, ঘুমিয়ে গেছো ?
উত্তরের হাওয়ারা আসছে ।


সন্ধ্যায় প্রদীপ্ত তুমি আলোদের ভীরে,
একঘেয়েমিরা নিরাশ, ফিরে যাচ্ছে নীড়ে ।


দৃষ্টি যত দূর যায়, সুদূরে
মিলিয়ে যায় তাকে লেখা, রেখাহীন অসীম শূন্যের ভীরে।


আকাশ চুম্বী দালান কুঠিরে, জীবন গ্লাসের ঘিরে,
অস্পষ্টতই লক্ষ্য হারিয়ে যায় মহা শূন্যে।


এ কেমন
দেয়ালে দেয়ালে আবদ্দ আমাদের সন্ধি,
কেও কারো নয়, তবুও চেয়ে থাকা অবধি।


গুচ্ছ সাত তারকা, দালানের শিখরে।
মেঘ,চাঁদ ভেদ করে যত দূর দৃষ্টি যায়,
আবার তাকে মিলায়-লেখা,রেখাহীন নক্ষত্রের ভিড়ে ।


--রিজভী নাভিন
rizvynavin.blogspot.com