কতগুলো বছর ধরে ভেবেছি-
কি করে তোমাদের মত হব !
কবে আর আধুনিক হব !
কদর্যতা থেকে কিভাবে মুক্তি পাব !


সহস্র বছরের সাধনাতেও,
হালের রঙচঙে ফ্যাশন-
সাদা হবার লোশন,
লেদারের জ্যাকেট,পার্স,জুতো;
চরিত্র জোড়াতালি দেয়ার সুতো-
বুকে রেসিজমের দুর্গন্ধ তবে
মুখে ম্যান্ডেলার প্রবাদছন্দ !
এসব শিখতে পারিনি।


শিখিনি কথিত আপডেটেড  প্রজন্মের-
মৌসুম বদলের মত করে ভালোবাসাকে ক্ষণস্থায়ী করতে।
শুভাকাঙ্ক্ষীর সামনে অভিনয়ে,
চেহারায় নষ্ট আলকাতরার মুখোশ পড়ে ; স্বকীয়তাকে
প্রশ্নের মুখে ফেলতে শিখিনি।


বরং,
শহরবন্দী ফ্রেমে -
মস্তিষ্কের সকল নার্ভের সংবেদনে,
একক আবেগ অনুভূতির মিশ্রণে
পোর্ট্রেইট এঁকেছি,ভরসা দিয়েছি।
বিশ্বাসের আশ্রয় হয়েছি,
গোপনীয়তা রক্ষা করেছি।


এতটা অঙ্কের পর,
ভাগশেষ হিসেবে নিতান্তই
তুচ্ছ আমি,
এত উদার হবার পরেও;
নিতান্তই রূপে,দামে তারকার মত উজ্জ্বল না হবার কারণে,
মহাকালের মত আশ্রয়দাতা হয়েও-
আমি মহাকাশের মত শূন্যতার এক উৎকৃষ্ট উদাহরণ।


সহস্র বছর ধরে-
অপেক্ষা করে আছি
আর কবে ধ্বংস হব,
আবার কবে নিহত হব
তোমাদেরকে মুক্তি দেব ।।